খুশবুর হাত ধরে মালদ্বীপে সোনা জয় বাংলাদেশের

ওয়ারসিয়া খুশবু
মালদ্বীপে চলমান ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে র্যাপিড দাবা ইভেন্টের অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুন) শুরু হয়েছে এ টুর্নামেন্টের প্রথম দিনই এই সুখবর এনে দিয়েছেন ওয়ারসিয়া খুশবু।
শুরুর দিন ৭ খেলায় খুশবু পেয়েছেন সাড়ে ৫ পয়েন্ট। সব মিলিয়ে খুশবু ৫টি ম্যাচ জিতেছে, ১টি ড্র ও ১ হার। খুশবু প্রথম রাউন্ডেই শুধু ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে। এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল্লী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে।
অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। কিন্তু সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে চতুর্থ শ্রেণির ছাত্রী খুশবু।
ঘরোয়া দাবায় জুনিয়র বিভাগে পরিচিত মুখ খুশবু। এর আগেও দাবার বোর্ডে বিভিন্ন টুর্নামেন্টে সুরভি ছড়িয়েছে খুশবু। থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপা জিতেছে সে। জাতীয় জুনিয়র ও সাবা জুনিয়র দাবায় মেয়েদের অনূর্ধ্ব-৮ বিভাগেও হয়েছে চ্যাম্পিয়ন।
খুশবু ছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে খেলতে মালদ্বীপে গেছেন- মনন রেজা, সাকের উল্লাহ, সাকলাইন মোস্তফা সাজিদ, সাজেদুল হক, সৈয়দ রিদওয়ান, আইয়ান রহমান, রাইয়ান রশীদ, নোশিন আনজু, সাফায়েত কিবরিয়া, ইশরাত জাহান দিবা, কাজী জারিন তাসনিমম, জান্নাতুল ফেরদৌস।
বিভি/এজেড
মন্তব্য করুন: