যৌন নির্যাতনে অভিযুক্ত ‘শীর্ষ ফুটবলার’, বিশ্বকাপে খেলা অনিশ্চিত

যৌন নির্যাতনের অভিযোগে আটক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলার। যুক্তরাজ্যের পুলিশ তাকে আটক করেছে। গত জুনে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে সোমবার (৪ জুলাই) রাতে তাকে বার্নেটের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শঙ্কা প্রকাশ করা হচ্ছে আসন্ন কাতার বিশ্বকাপে তার অংশগ্রহণ করা নাও হতে পারে!
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার তার ক্লাবের অন্যতম সেরা। আসন্ন কাতার বিশ্বকাপে দেশের হয়েও খেলার কথা তার।
ব্রিটিশ ট্যাবলওয়েড সানের তথ্য অনুযায়ী, সোমবার রাত ৩ টায় পুলিশের ছয়টি গাড়ি সেই ফুটবলারের বার্নেটের বিলাসবহুল ম্যানশন থেকে তাকে আটক করে। তিনি গত জুনে ভূমধ্যসাগরে অবকাশ যাপনের সময় এক নারীকে ধর্ষণ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
যুক্তরাজ্যে ফিরে গত রবিবার (৩ জুলাই) বিস্তারিত তথ্য দিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ সময় নির্যাতনের ফলে তার শরীরে ফুটে ওঠা আঘাতের চিহ্ন সংবলিত ছবিও গোয়েন্দাদের দেখান তিনি।
বিভি/এনএ
মন্তব্য করুন: