ম্যাচ দেখতে তামিমের আমন্ত্রণ, মক্কা থেকে মুশফিকের শুভেচ্ছা

বাংলাদেশ দলকে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিতে তামিম ইকবাল রয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। মুশফিকুর রহিম পবিত্র হজ পালনের জন্য আছেন সৌদি আরবে। দুজনে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মক্কা থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। রবিবার (১০ জুলাই) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে ‘ঈদ মুবারক’ জানিয়ে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা থেকে শুভ ঈদ মোবারক।’
ঈদের রাতে দেশবাসীকে প্রথম ওয়ানডে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল, ‘ঈদ মুবারক। আজ রাতে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে দেখুন।’
আজ রাত থেকে উইন্ডিজের গায়ানায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেনস স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ।
বিভি/এনএ
মন্তব্য করুন: