১০৮ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

নিজেদের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন ১০৮ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষেও ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
টসে জিতে আজও ফিল্ডিং নেন তামিম, বাংলাদেশি বোলারদের সামনে খুব শক্তভাবে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ইনিংসের ১৫ ওভার বাকি থাকতেই।
তাসকিনের জায়গায় বাড়তি স্পিনার হিসেবে মোসাদ্দেককে খেলিয়েছে বাংলাদেশ, ২৫ ওভারের মধ্যেই নিজের ১০ ওভার শেষ করেছেন তিনি। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসুম। দুই পেসার মোস্তাফিজ ও শরীফুল মিলে করেছেন মাত্র ৭ ওভার।
বিভি/এনএ
মন্তব্য করুন: