টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুইয়ে। ইনজুরির কারনে দল থেকে লিটন ছিটকে গেছেন। একাদশে রাখা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও। বাঁ-হাতি এই পেসারকে বিশ্রামে রাখা হয়েছে।
বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত খেলবেন লিটন কুমার দাসের পরিবর্তে। মোস্তাফিজের পরিবর্তে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম থাকছেন একাদশে। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় প্রতিনিধিত্ব করবেন হাসান মাহমুদ।
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
বিভি/এসআই
মন্তব্য করুন: