বাংলাদেশের ফাতেমা মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ

বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরাকে মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ।
ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। ফাতেমাকে স্বাগত জানিয়ে তারা লিখেছেন, “‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।”
জোহরা বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার যিনি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির লেভেল ২ কমপ্লিট করেছেন।
২০৩০ সালের মধ্যে মালদ্বীপ নারী ক্রিকেট দলে আমূল পরিবর্তন আনতে কাজ করছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ। নিজেদের লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবেই এমন পদক্ষেপ বলে জানা গেছে।
এর আগে ফাতেমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছেন। কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নারীদের ক্রিকেটে অন ফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফাতেমা।
বিভি/এসআই
মন্তব্য করুন: