বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের মেয়েরা

চতুর্থবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের মেয়েরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। ২০০৬ রাশিয়া বিশ্বকাপের পর এই প্রথম টুর্নামেন্টের শেষ চারে উঠলো তারা।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে উঠতে কলম্বিয়াকে অবশ্য পেনাল্টিতে হারাতে হয়েছে ব্রাজিলকে। তারসিয়ানের নেওয়া স্পট কিকে কলম্বিয়াকে হারায় ব্রাজিল। অপরদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন ১-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
বিভি/এসআই
মন্তব্য করুন: