বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

খরচ কমানোর উদ্দ্যেশে এবারের বিপিএলে থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সোমাবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। বরাবরই বিপিএলের উদ্বোধনী আসর জমকালো হয়। নামিদামি সেলিব্রেটিরা নাচে-গানে ঝড় তোলেন বিপিএলের মঞ্চে।
এ পর্যন্ত বিপিএলের ৮ম আসর পর্যন্ত মাঠে গড়িয়েছে। উদ্বোধনী আয়োজনে দেশীয় তারকা ছাড়াও পারফর্ম করতে দেখা গেছে বলিউডের সবচেয়ে বড় তারকাদেরও। সালমান খান, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ এমনকি ঋত্বিক রোশনের মতো বড় নাম রয়েছে এই তালিকায়।
উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে বড় অঙ্কের অর্থ গুনতে হয়েছে বিসিবিকে। আসন্ন বিপিএলে খরচ কমানোর লক্ষ্যে কোনো উদ্বোধনী অনুষ্ঠানই রাখবে না কর্তৃপক্ষ।
বিপিএলের নবম আসর ২০২৩ সালের ৫ জানুয়ারিতে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
বিভি/ এসআই
মন্তব্য করুন: