• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সকালে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড, দেখুন সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ২৩:৫৬, ১১ অক্টোবর ২০২২

আপডেট: ২৩:৫৭, ১১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সকালে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড, দেখুন সম্ভাব্য একাদশ

ত্রিদেশীয় সিরিজে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সিরিজের বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তান জয় পেলেও বঞ্চিত রয়েছে সাকিব আল হাসানরা। রাউন্ড রবিন লিগে বুধবার সকালে বাংলাদেশ আবারো মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

ক্রাইস্টচার্চে সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে টাইগাররা। তারপরও দলের বেশ কিছু জায়গায় উন্নতি চোখে পড়েছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের। শ্রীধরন শ্রীরাম বলেছেন, পরীক্ষা-নিরীক্ষায় সেরা কম্বিনেশন পেতে কোচিং স্টাফদের পরিকল্পনামতো ঠিকঠাক এগোচ্ছে দল।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২১ রানে হেরেছিল টাইগাররা। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের ব্যবধানে হেরেছিল। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও সিরিজটি মোটেই ভালো যাচ্ছে না সোহান-মিরাজদের।

সকাল আটটায় ম্যাচ শুরু হবে। এর আগে ইনসাইড স্পোর্টস দুই দলের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে। চলুন দেখে নিই বুধবার সকালের ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ডের একাদশে কারা থাকতে পারেন...

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, জিমি নিশাম, টিকেনার, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও টিম সাউদি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2