নিয়মরক্ষার ম্যাচে টস জিতলেন সাকিব, ফিল্ডিংয়ে পাকিস্তান

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। আগের দুটি ম্যাচে জয় পাওয়ায় পাকিস্তানের ফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচ শুরুর আগে টস জিতেছেন সাকিব আল হাসান। নিজেরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ফলে পাকিস্তানকে ফিল্ডিং করতে হচ্ছে। সকাল আটটায় শুরু হচ্ছে ম্যাচটি।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে টানা তিনটি হারের পর ব্যাকফুটে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় দিয়ে ন্যূনতম আশা নিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় সাকিববাহিনী। অন্যদিকে টানা দুই জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান ফাইনালের আগে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দেবে এমনটাই ব্যক্ত করেছেন পাক সেনাপতি বাবর আজম।
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একাদশ থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন আজকের একাদশে নেই। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অন্যদিকে পাকিস্তান আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। পেসার মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে আজ একাদশে ডাক পেয়েছেন শাহনেওয়াজ দাহানি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ
পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান. হায়দার আলী, আসিফ আলী, সোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
বিভি/এজেড
মন্তব্য করুন: