ভারতীয় দলের খাবার বিতর্কে মুখ খুললেন সৌরভ

অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে গিয়ে বিপাকে ভারতীয় দল। খাবার বিতর্ক থেকে হোটেল বিতর্কের শিকার ভারতীয় শিবির। নিম্নমানের খাবার দেওয়া হয়েছে ভারতীয় শিবিরে। যা নিয়ে তোলপাড় বিশ্ব ক্রিকেট।
বিশ্বকাপ খেলতে গিয়ে যে ভাবে শিকার হয়েছে ভারতীয় দল, আইসিসির বিরুদ্ধে সুর চড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। সর্বত্র চলছে নিন্দার ঝড়। স্টেডিয়াম থেকে ৪২ কিলোমিটার দূরে ভারতীয় দলের টিম হোটেল। যার ফলে ম্যাচের আগের দিন অনুশীলন করল না টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের সামনে নেদারল্যান্ডস। এই বিতর্কের প্রতিক্রিয়া মারাত্মক চেহারা নিয়েছে। এর আগেও সিডনিতে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সফরকারী অনেক দলকেই। কিন্তু বিশ্বকাপে এমন হতে পারে, তাও কিনা ভারতীয় টিমের সঙ্গে, তা কেউ আন্দাজই করেননি।
এই বিতর্কের ফলে ভারতীয় টিমের ফোকাস কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। যতই অপশনাল ট্রেনিং থাকুক নেদারল্যান্ডস ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট মূলত টপ অর্ডার ব্যাটরদের নিয়ে কড়া নেট সেশন করতে চেয়েছিল। যা সম্ভব হয়নি।
আর সেই কারণেই, ভারতীয় টিম ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটা নিয়ে ভয়ঙ্কর চটেছে। বিসিসিআই কর্তারা কথা বলতে শুরু করেছেন অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে। অজি ক্রিকেট কর্তারা নিশ্চিত করেছেন, এমন ঘটনা আর ঘটবে না। এই বিতর্ক নিয়ে ভারতের অন্যতম সফল অধিনায়ক কী বললেন, তাই তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম TV9Banglaa।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এ বিষয়টা বিসিসিআই দেখবে। আশা করি, বোর্ড ঠিক এই সমস্যার সমাধান করে ফেলবে।’সৌরভরাও অস্ট্রেলিয়ার খেলতে গিয়ে এ রকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন।
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাবেন সৌরভ। মেসি-রোনাল্ডোর এটাই শেষ বিশ্বকাপ। প্রাক্তন অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘দু’জনই কিংবদন্তি ফুটবলার। ওদের অবদান প্রচুর। তবে ফুটবল তো একার খেলার নয়। আর সবার কেরিয়ারই একদিন না একদিন শেষ হবে।’ বিশ্বকাপে সৌরভ কাকে সমর্থন করবেন? উত্তর, ‘ব্রাজিল’।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নবনির্মিত তাঁবু উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে এ দিন বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সভার আয়োজনও করা হয়। সৌরভ ঘোষাল, মনোজ তিওয়ারিদের সংবর্ধিত করেন মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। রাজ্যে নতুন সাঁতার অ্যাকাডেমি তৈরির কথা এ দিন জানান ক্রীড়ামন্ত্রী।
বিভি/এসআই
মন্তব্য করুন: