টি-টোয়েন্টি বিশ্বকাপ
জয়ের দেখা পেলো পাকিস্তান

চীর প্রতিদ্বন্দ্বী ভারত ও এবারের বিশ্বকাপের বড় আপসেট জিম্বাবুয়ের কাছে হেরে কোনঠাসা পাকিস্তান অবশেষে জয়ের দেখা পেয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করা ডাচরা পাকিস্তান বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করতে পেরেছে নেদারল্যান্ডস। জবাবে ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।
রবিবার (৩০ অক্টোবর) সুপার টুয়েলভে গ্রুপ টুয়ের ম্যাচে পার্থে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। পাকিস্তান বোলারদের তোপে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারম্যান। এছাড়া ১৫ রান করেন অধিনায়ক এডওয়ার্ডস। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তান স্পিনার শাদাব খান সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।
মাত্র ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের প্রথম জয়টা সহজ হয়নি। দলীয় ১৬ রানে বাবর আজমকে হারায় তারা। এর পর দলীয় ৫৩ রানে ফকর জামান বিদায় নেন। এক প্রান্ত আগলে রাখা মোহম্মদ রিজওয়ান দলীয় ৮৩ রানে সাজঘরে ফেরেন। আর জয় থেকে এক রান দূরে থাকতে ফিরে যান শান মাহমুদ। ডাচদের হয়ে ২২ রানে দুটি উইকেট নিয়েছেন ব্র্যান্ডন গ্লোভার।
এ ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে তাদের জিততেই হতো। শেষ পর্যন্ত তারা এই ম্যাচে জিতেই মাঠ ছাড়ে।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
নেদারল্যান্ডস একাদশ: স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডোউড, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), রোয়েলফ ভ্যান ডার মারইউ, টিম প্রিংগল, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার, পল ভ্যান মিকারেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: