টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চতুর্থ ম্যাচ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ব্রিসবেনে সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে গ্রুপ ওয়ানের ম্যাচটি।
দুই দলেরই গত রাউন্ডের ম্যাচ বৃষ্টির কারণে মাঠে বল না গড়িয়ে পরিত্যক্ত হয়। ইংল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে অস্ট্রেলিয়া এক পয়েন্ট পেয়ে তিন খেলায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের চারে রয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচ ৮৯ রানে হারের পর শ্রীলংকাকে ৭ উইকেটে হারায় অজিরা। অস্ট্রেলিয়াকে নেট রান রেটে পেছনে ফেলে তিনে থাকা আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয় আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলংকার কাছে ৯ উইকেটে হেরে পাকিস্তানকে এক রানে হারায় আইরিশরা। তিনটি করে ম্যাচ শেষে এই গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড। দুই জয় ও এক পরিত্যক্ত ম্যাচ থেকে কিউইদের সংগ্রহ পাঁচ পয়েন্ট। আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ড নেট রান রেটে দুইয়ে রয়েছে। সমান দুই পয়েন্ট নিয়ে লংকানরা পাঁচে, আফগানরা তলানিতে অবস্থান করছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: