• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আফগানদের বিদায় নিশ্চিত, সেমির রেসে টিকে রইলো লঙ্কানরা

প্রকাশিত: ১৮:০৮, ১ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:১৫, ১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আফগানদের বিদায় নিশ্চিত, সেমির রেসে টিকে রইলো লঙ্কানরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় ঘণ্টা শুনলো আফগানিস্তান। বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানরা। ৬ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে রশিদ খান-মোহাম্মদ নবীদের। এদিকে বড় জয়ের পর সেমির রেসে টিকে রইলো হাসারাঙ্গারা।

ব্রিসবেনের গ্যাবায় টস জিতে অধিনায়ক নবী ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে উইকেটে টিকতে পারেননি কেউই। সব ব্যাটার ছুঁড়ে দিয়ে এসেছেন একের পর এক উইকেট। শুরুর তিন ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, উসমান গনি, ও ইব্রাহিম জাদরান বিদায় নিয়েছেন যথাক্রমে ২৮, ২৭ ও ২২ রান করে। 

এরপর ব্যাটারদের কেউ ২০ রানও ছুঁতে পারেননি আর। যার ফলে আফগানিস্তানের রানটাও ১৪৪ এর বেশি হয়নি। তবে এই মাঠেই দিনদুয়েক আগে এমন পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তাই আফগানিস্তানও আশা ছাড়েনি। কিন্তু আশা পরিণত হয়েছে নিরাশায়।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কা বিদায় নেন। তবে আর তেমন বিপদ ঘটেনি।  দলীয় ৪২ রানে কুশল মেন্ডিস ফিরলেও ধনাঞ্জয়া ডি সিলভা খেলে ফেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সেই ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা তুলে নেয় ৬ উইকেটের জয়। যার ফলে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: