বৃষ্টিতে হাইভোল্টেজ ম্যাচ বন্ধ, সুসংবাদ বাংলাদেশের

মাস্ট উইন ম্যাচে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতের ছুড়ে দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেননা ৭ ওভারের মাথায় বৃষ্টি নেমেছে অ্যাডিলেডে। আর তাতে চিন্তার ভাঁজ পড়েছে বিরাট কোহলির কপালে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বিনা উইকেটে ৬৬ রান তুলেছে বাংলাদেশ। ৫৯ রানে লিটন ও ৭ রানে ব্যাট করছেন শান্ত। বৃষ্টি আইনে বাংলাদেশ ১৭ রানে এগিয়ে আছে। আর খেলা মাঠে না গড়ালে জয় পাবে বাংলাদেশ।
১৮৬ রানের জবাবে ভারতের বিপক্ষে উড়ন্ত হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। তিনি ২১ বলে অর্ধশত রান করেন। আর এই ফিফটি দিয়ে তিনি দুটি রেকর্ড গড়েছেন। ভারতের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেছে বাংলাদেশ।
আরও পড়ুন:
চলমান বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটি করলেন লিটন। এর আগে মার্কাস স্টোইনিস ১৭ বলে ফিফটি করেছিলেন। আর লিটন অর্ধশত রান স্পর্শ করেন ২১ বলে।এছাড়া আরেকটি রেকর্ড হলো- বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রততম অর্ধশত। এর আগে মোহাম্মদ আশরাফুল ২০ বলে ফিফট করেছিলেন। এটাই এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি। আজ আশরাফুলের নিচে নিজের নাম ওঠালেন লিটন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই অর্শদীপ সিংকে তিন চারে নেন ১২ রান নেন লিটন। পরের ওভারে ভুবেনশ্বর কুমারকে ১ ছয় দুই চার হাঁকিয়ে নেন ১৬ রান। ৩ ওভারে ৩০ রান নিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ।
এর আগে রাহুল ও কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৪ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৮৫ রান।
আরও পড়ুন:
বিভি/এইচএস
মন্তব্য করুন: