আশা জাগিয়ে হতাশার দিকে এগিয়ে যাচ্ছে টাইগার

অ্যাডিলেডে বৃষ্টি নামায় যে চওড়া হাসি ফুটেছিল টাইগার শিবিরে। কিন্তু বৃষ্টি থামার পর ওভার ও লক্ষ্যমাত্রা কমার পর মাঠে নেমেই মলিন হয়ে যায় বাংলাদেশি ভক্তদের মুখ। কেননা দুর্দান্ত ফিফটি হাঁকানো লিটন ফিরে যান সাজঘরে। এই ফেরার পথ দেখার পর আর জয়ের পথে হাঁটতে পারছে না বাংলাদেশ। নিয়মিত বিরতিতে হারাচ্ছে উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৬ উইকেটে ১২০ রান করেছে। ১২ বলে ৩১ রান দরকার। নুরুল হাসান সোহান ও তাসকিন ক্রিজে আছেন।
বৃষ্টির পর অশ্বিনের বলে স্কয়ার লেগে খেলেছিলেন নাজমুল। দেখে মনে হয়েছে, এরপর তিনিই কল করেছিলেন ডাবলসের। লিটন সাড়া দিয়েছিলেন তাতে, মাঝপথে অবশ্য একটু খেই হারিয়ে ফেলেছিলেন। লোকেশ রাহুলের থ্রো সরাসরি ভেঙেছে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প। লিটন ফিরেছেন ২৭ বলে ৬০ রান করে।
ক্রিজে আসেন সাকিব আল হাসান। হার্দিক পান্ডিয়ার বলে পুল করতে গিয়ে নাজমুলের টপ-এজ গেছে বাউন্ডারির ওপারে। পান্ডিয়া ওভারের সবকটি বলই করেছেন হার্ডলেংথে। বৃত্তের বাইরে চার জন ফিল্ডারই ছিলেন লেগ সাইডে। পান্ডিয়ার ওভারে এসেছে ১০ রান।
এবার নাজমুল হোসেন! ১০ম ওভারে মোহাম্মদ শামির প্রথম বলেই টেনে মিডউইকেটে মারার চেষ্টা করেন নাজমুল। টাইমিং ভালো হয়নি। ক্যাচটি নেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২১ রান করে ফিরলেন নাজমুল। ইনিংসে ১ চার ও ১ ছক্কা।
এরপর ফিরে যান আফিফ (৩), সাকিব ফেরেন ১৩ রানে। ইয়াসির আলী (১) ও ফিরে যান দলকে বিপদে ফেলে। মোসাদ্দেত ছক্কা হাঁকিয়ে ফেরেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: