• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডেনমার্কের পতাকা টাঙিয়ে পুলিশের জেরার মুখে জামাল ভূঁইয়া

প্রকাশিত: ১৮:২০, ১৫ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:৩৩, ১৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ডেনমার্কের পতাকা টাঙিয়ে পুলিশের জেরার মুখে জামাল ভূঁইয়া

ছবি: ফাইল ফটো

ডেনমার্কের পতাকা টাঙিয়ে এক ট্রাফিক পুলিশের প্রশ্নের মুখে পড়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক বিশ্বকাপে সমর্থন দিচ্ছেন জন্মভূমি ডেনমার্ককে। সমর্থন জানিয়ে বাসায় পতাকা টাঙানোয় এক আর্জেন্টিনা সমর্থক ট্রাফিক পুলিশের প্রশ্নের মুখে পড়েন জেবি সিক্স।

জামাল জানান, ‘একজন ট্রাফিক পুলিশ আমার বাসায় এসে বলেন- তুমি কেন এই ফ্ল্যাগ দিয়েছ? এটা কিসের ফ্ল্যাগ? মানে, ওরা জানেই না যে এটা ডেনমার্কের ফ্ল্যাগ। তখন আমি বুঝিয়ে বলি যে, এটা ডেনমার্কের ফ্ল্যাগ। আর ওখানেই আমার জন্ম। এজন্যই আমি এই ফ্ল্যাগ টানিয়েছি। তখন ও (ট্রাফিক পুলিশ) বলছে যে, ও মারাদোনার সাপোর্টার; আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগ টানাতে পারেন? এরপর, আমি ২০ মিনিট ওনাকে বুঝিয়ে একটা বাংলাদেশের জার্সি দিয়েছি। উনি খুশি হয়ে চলে গেছেন।’

বিশ্বকাপে ডেনমার্ককে নিয়ে আশাবাদী জামাল। তিনি বলেন, ‘ওরা এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারে। ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমার দু’জন বন্ধুও আছে, যারা ডেনমার্ক দলে খেলে। তাদের একজন আমার ছোটবেলার বন্ধু। আমি ওদের সাথে একসাথে খেলেছি। এজন্য আমি ওদের সাপোর্ট করব।’

আরও পড়ুন: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2