• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্পেনের উত্তাপ, দেখলো কাতার বিশ্বকাপ

প্রকাশিত: ০০:১৪, ২৪ নভেম্বর ২০২২

আপডেট: ০৮:০৯, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
স্পেনের উত্তাপ, দেখলো কাতার বিশ্বকাপ

এক অবিশ্বাস্য ফুটবল দেখলো ফুটবল বিশ্ব। কোস্টারিকাকে একদম নাস্তানাবুদ করে ফুটবল খেলা শেখালো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।  কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ধরাশায়ী করলো লা রোহারা। স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, অ্যাসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি।

গাভি ও পেদ্রিকে একাদশে রেখেই মাঠে নামে স্পে। ছোট ছোট পাসে খেলতে খেলেতে ম্যাচের ৫ মিনিটে পেদ্রির ক্রস থেকে উড়ন্ত বলে ডিবক্সের ভেতর দানি ওলমোর শট গোলবারের বাইরে চলে যায়। ৯ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন কিন্তু আসেনসিওর শট গোলবারের ছুঁইয়ে বের হয়ে যায়। 

১৩তম মিনিটে আর ভুল করেননি স্পেন। গাভির বাড়ানো বল ডিবক্সের ভেতর পেয়ে বল জালে জড়ানো ওলমো। এর ফলে বিশ্বকাপে স্পেনের হয়ে শততম গোলের দখলদার ওলমো। 

২১ মিনিটে আবারো  স্পেনকে এগিয়ে নেয় মার্কো আসেনসিও। বাম পাশ থেকে বার্সার জর্দি আলবার ক্রসে রিয়াল মাদ্রিদের আসেনসিওর বুলেট গতির শট রুখতে ব্যর্থ হন নাভাস।

দানি ওলমো শুরু করা গোল উৎসব শেষ করেন  আলভারো মোরাতা। মাঝে এই উৎসবে যোগ দিয়েছিলেন মার্কো অ্যাসেনসিও, গাভি, কার্লোস সোলার, ফেরান টরেস।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2