• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস নজর কেড়েছে ফিফার (ভিডিও)

প্রকাশিত: ১৮:০৩, ২৭ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:৩২, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস নজর কেড়েছে ফিফার (ভিডিও)

ফুটবল বিশ্বকাপে শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর পরবর্তী গোলটি করেন এনসো ফার্নান্দেস।

এই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা। 

এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল। বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের এই উল্লাসের ভিডিও নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফাইড টুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে।’

আরও পড়ুন: 

 

 

ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বলে জানা গেছে। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। সবার আশা, মেসিরা সেই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে।

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2