• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেসিকে হুমকি দিলো মেক্সিকান বক্সার

প্রকাশিত: ১৫:২৪, ২৮ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মেসিকে হুমকি দিলো মেক্সিকান বক্সার

নিজেদের টার্নিং পয়েন্ট ম্যাচে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচের পর মেসিকে হুমকি দিয়েছে মেক্সিকান বক্সার। মেক্সিকান এই বক্সারের নাম কানসেলো আলভারেস। তার দাবি, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের ফ্লোর পরিষ্কার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। নিজেদের ডু-অর-ডাই ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। 

গত শনিবার ওই ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে নেচে-গেয়ে উল্লাস করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। যার একটি ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সিও মেঝেতে পড়ে আছে মেসির সামনে। একটা পর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন তারকার। দেখতে অনেকটা ‘লাথির মতো’ ছিল যা।

আলভারেসের আপত্তি ওই সময়টা নিয়ে। যা নিয়ে মেসির প্রতি টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। টুইটারে তিনি লেখেন, “তোমারা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রাথর্না করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।”
“আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।”

তবে টুইটে যে পতাকার কথা বলেছেন আলভারেস, ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি।

মেঝেতে পড়ে থাকা মেক্সিকোর জার্সিতে স্বেচ্ছায় লাথি দেওয়ার কথা নয় মেসির মতো একজন খেলোয়াড়ের। পরে আলভারেসের টুইটের উত্তর দেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড আগুয়েরো। তার মতে, ফুটবলের ড্রেসিং রুম সম্পর্কে কোনো ধারণাই নেই মেক্সিকান বক্সারের।
“জনাব কানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। নিশ্চিত যে, ফুটবল বা এই খেলার ড্রেসিং রুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সবসময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।”
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2