বাংলাদেশের ভক্তদের দারুণ খবর দিলেন আর্জেন্টাইন সাংবাদিক

বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির ফল স্বরুপ এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। টুইটারে এই সাংবাদিক জানিয়েছেন, তিনি বাংলাদেশে আসবেন তবে বাংলাদেশ সহ সবার যে আশা তা যদি পূরণ হয় মানে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হবে।
আর্জেন্টিনা থেকে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের বিভিন্ন ভিডিও ও ছবি চোখে পড়ে এই সাংবাদিকের। পরে এই সাংবাদিক বাংলাদেশের ছবি ও ভিডিও চেয়ে টুইট করেন। এরপরই ইনবক্স ভরে যায় এই সাংবাদিকের। প্রচুর পরিমাণ ভিডিও ও ছবি পাঠায় বাংলাদেশি ভক্তরা। এতে আবিভূত হন এই সাংবাদিক।
এক টুইটে আর্জেন্টাইন এ সাংবাদিক জানান, বাংলাদেশিদের কাছ থেকে যে পরিমাণ মেসেজ তিনি পেয়েছেন, তা অসাধারণ। এরপর ইয়োসেন বলেন, ‘আমরা সবাই যা চাই তা যদি ঘটে, তাহলে আমি বাংলাদেশে যাবো।’
এখন অপেক্ষা মেসিদের কাতার বিশ্বকাপ জয়ের, তাহলেই হয়ত বাংলাদেশিরা তাদের স্বপ্নের দেশের কাউকে নিজ চোখে দেখতে পাবেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: