আজ অস্ট্রেলিয়ার সাথে খেলতে আপত্তি আর্জেন্টাইন কোচের

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারায় বিশ্বকাপের শুরুটা বেশ চাপেই গেছে আর্জেন্টাইন ফুটবলারদের। সবশেষ বৃহস্পতিবার রাতে পোল্যান্ডকে হারিয়ে সেরা ১৬তে নিজেদের অবস্থান নিশ্চিত করে মেসিদের দল। তারপর হাতে সময় ছিল মাত্র একটি রাত। আজ আবার নকআউট পর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল স্কালোনির সৈনিকদের। এর মধ্যে আবার ইনজুরিতে দলের অন্যতম সৈনিক ডি মারিয়া। তাই এ ম্যাচের শিডিউল নিয়ে বেশ বিরক্ত ও ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ স্কালোনি।
বৃহস্পতিবারের ম্যাচ শেষেই তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন তুলেছিলেন এই ম্যাচের শিডিউল নিয়ে। শুক্রবার আবারও সাংবাদিক সম্মেলনে এসে তুললেন সেই প্রসঙ্গটা। এ সময় বিরক্তি করে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘গ্রুপের শেষ ম্যাচ খেলার ৭২ ঘণ্টার মধ্যেই আমাদের নকআউটে ম্যাচ খেলতে নামতে হচ্ছে। ফুটবলাররা তো ঠিকভাবে রিকভারি করার সুযোগটাও পেল না!’
বিশ্বকাপের অভিযানের শুরু থেকেই মেসিদের জন্য প্রতিটা ম্যাচ ছিল এক-একটা ফাইনালের মতো। তাই ফুটবলারদের মানসিক চাপ কমাতে পোল্যান্ড ম্যাচ জেতার পরের রাতে স্বজনদের কাতার বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনার ক্যাম্পে ডেকে বারবি কিউ পার্টি করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে নামার আগে বিরক্তি প্রকাশ করেন স্কালোনি। বলেন, ‘পোল্যান্ডের সাথে ম্যাচ খেলে আমরা যখন ঘুমাতে গেলাম, তখন দোহায় ভোর চারটা। বৃহস্পতিবার ফুটবলারদের রিকভারি করার দিন। সবাই যাতে খোশমেজাজে থাকেন, তাই পরিবারের সবাইকে ডাকাও হয়েছিল ক্যাম্পে। আর শুক্রবার বেশি প্র্যাকটিসও সম্ভব না। কারণ, শনিবার আমরা খেলতে নামবো। তা হলে এত কম সময়ের মধ্যে বিশ্বকাপের মতো আসরে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে প্রস্তুতিটা সারবো কী করে?’
এদিকে পোল্যান্ডের বিরুদ্ধে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ডি মারিয়া। তার মাসল ইনজুরি হয়েছে। এত অল্প সময়ে ডি মারিয়ার ইনজুরি কাটিয়ে উঠার খুব একটা সুযোগ দেখছেন না স্কালেনি। প্রি কোয়ার্টার ফাইনালে তাকে মাঠে নামাতে না পারলে অবশ্যই তা স্কালোনির চিন্তার কারণ। আর এ কারণেই তিনি ক্রীড়াসূচি নিয়ে বিরক্ত বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন:
বিভি/কেএস
মন্তব্য করুন: