• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নেদারল্যান্ড বাধা পেরোতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা 

প্রকাশিত: ১৪:৩৯, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৪:৪০, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেদারল্যান্ড বাধা পেরোতে আর্জেন্টিনার বিশেষ পরিকল্পনা 

শুক্রবার রাতে ডাচ বাধা পেরুতে মাঠে নামবে আর্জেন্টিনা শিবির। নেদারল্যান্ডকে হারানো সহজ হবে না তাই বিশেষ পরিকল্পনা এঁটেছে স্কালোনি। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

দলের অন্যতম স্ট্রাইকার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বলছে, প্রথমত গোল না খাওয়াই লক্ষ্য আমাদের। এরপর ঘর সামলে আক্রমরেনর সুযোগ তৈরি করতে হবে। 

ম্যাকঅ্যালিস্টার বলেছেন, “আমরা জানি নেদারল্যান্ডসের কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। খেলা এবং নিজেদের সম্পর্কে ওদের ধারণাও খুব স্বচ্ছ। আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কীভাবে ওদের আটকানো যায়, তা নিয়েও আমরা গত কয়েক দিন কাজ করেছি। একাধিক পরিকল্পনা আমাদের রয়েছে। 

। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় রয়েছে। অবশ্যই নিজেদের পরিকল্পনাগুলো আরও একবার ঝালিয়ে নেব। যাতে মাঠে নেমে সমস্যা না হয়। সাধারণত আমরা নিজেদের খেলা, পরিকল্পনা নিয়েই ভাবি। আমরা কী করতে পারি জানি। চাপ মুক্তভাবে খেলতে চাই আমরা। নিজেদের কাজ ঠিক মতো করতে পারলে, সব কিছুই ঠিক থাকবে।”

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2