লিটন দাসের নতুন ভাবে অভিষেক!

লিটন দাস আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম বোলিং
টাইগারদের ওপেনার ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নতুন ভাবে অভিষেক হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনে দেখা মিলল অভূত এক দৃশ্যের। চা বিরতি শেষেই মাঠে প্রবেশ করল দুই দলের খেলোয়াড়রা। কিন্তু এর মিনিট দুয়েকের মধ্যেই দেখা মিলল সেই দৃশ্যের।
টাইগারদের ওপেনার ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস বোলিংয়ের দায়িত্বে! কিন্তু বোলার কেউ তার আশপাশে নেই, তাহলে কি লিটনই বোলার জল্পনাকল্পনা কাটিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে লিটনের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্রিজে তখন ভারতীয় ওপেনার শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। নিজের প্রথম ওভারে লিটন এই দুই ব্যাটারকে বল করেছেন। আর চমক দেখিয়ে উইকেট না নিতে পারলেও রান দিয়েছেন মাত্র দুটি।
ম্যাচের ৪২তম ওভারে আবারও বোলিংয়ে আসেন লিটন। তবে এই ওভারেও মেলেনি লিটনের চমক। বরং লিটনের এই ওভারের চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান শুভমান গিল। সব মিলিয়ে ২ ওভারে লিটন দিয়েছেন ১৩ রান।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম বল করলেন লিটন। তবে পুরো ক্যারিয়ারে প্রথম শ্রেণির ম্যাচে আরও একবার বল করেছিলেন লিটন। সেবার ৩ ওভার বল করে ১৪ রান দিয়েছিলেন টাইগার এই ওপেনার।
বিভি/এইচএস
মন্তব্য করুন: