• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেসি-এমবাপ্পেকে নিয়ে পেলের আবেগী পোস্ট

প্রকাশিত: ২২:৪৬, ১৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
মেসি-এমবাপ্পেকে নিয়ে পেলের আবেগী পোস্ট

১৮ ডিসেম্বর ২০২২ রবিবার রাত। ফুটবলের ইতিহাসে বিশাল এক রাত। সমগ্র বিশ্ব দেখেছে রুদ্ধশ্বাস এক ফাইনাল। যে ফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে ৩৬ বছর পর শিরোপা উল্লাসে মেতেছে আর্জেন্টিনা।

এরপর ব্রাজিলীয় কিংবদন্তী পেলে বলেছেন, লিওনেল মেসি বিশ্বকাপ শিরোপা জয়ের ‘দাবী রাখেন’। রবিবার (১৮ ডিসেম্বর) টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর তিনি এই মন্তব্য করেন।

নিজের ইনস্টাগ্রাম পেইজে পেলে লিখেছেন, ‘আজ থেকে ফুটবল তার গল্প বলে যাবে। বরাবরের মতো চিত্তাকর্ষক উপায়ে। উপযুক্ত দাবীদার হিসেবেই মেসি তার প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। 

ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন পেলে। গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তার হ্যাট্রিকে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ড্র হয়েছে। যে কারণে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

পেলে বলেন,‘ আমার প্রিয় বন্ধু এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। এটি দেখা যে কত বড় উপহার..., যা ভবিষ্যতের খেলাধুলার জন্য দৃষ্টন্ত হয়ে থাকবে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pelé (@pele)

বিভি/এজেড

মন্তব্য করুন: