বিপিএলের উদ্বোধনী লো-স্কোরিং ম্যাচ

বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচ একপ্রকার একপেশেই বলা চলে। ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান করে শুভাগত হোমের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারস।
টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট স্ট্রাইকার্সের দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ম্যাচের শুরু থেকেই দাপুটে সিলেট স্ট্রাইকার্সের বোলাররা।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। আমির-মাশরাফি-ইমামদের বোলিং তোপে পাওয়ার প্লেতে ২১ রান তুলতেই হারায় ২ উইকেট চট্টগ্রাম।
৩ রানে দারউইস রাসুল ও ১১ রানে আউট হন মেহেদি মারুফ। দ্বিতীয় উইকেটে ব্রাট করতে নেমে ১ রান করেন দলনেতা শুভাগত হোম। উদীয়মান তরুণ ক্রিকেটার আল আমিন জুনিয়রের ব্যাট থেকে এসেছে ১৮ রান। এদিকে একাই লড়াই করে যাওয়া আফিফ হোসেন করে ইনিংস সেরা ২৫ রান। এছাড়া ২ রানে উসমান, ৫ রানে চাঁদ, ৩ রানে মৃত্যুঞ্জয় ও ৮ রানে নিহাদুজ্জামান আউট হন। ৬ রানে পুষ্পকুমারা ও ২ রানে মেদেহি হাসান রানা অপরাজিত থাকেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: