বয়সভিত্তিক সাফ ফুটবল চ্যাম্পিয়ন
বাংলাদেশ ফুটবল দলকে বিএনপি মহাসচিবের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশের মেয়েদের উচ্ছসিত অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা কমলাপুর স্টেডিয়ামে মেয়েদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে ফাইনালে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা।
ঘরের মাঠে হওয়া প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে- দেশের মাঠে মেয়েদের এই সাফল্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্ছসিত অভিনন্দন জানিয়ে তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: