• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোয়ালিফায়ারে যেতে রংপুরকে ১৭৮ রানের টার্গেট দিল কুমিল্লা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
কোয়ালিফায়ারে যেতে রংপুরকে ১৭৮ রানের টার্গেট দিল কুমিল্লা

কোয়ালিফায়ার রাউন্ডে যেতে রংপুরকে ১৭৮ রানের জয়ের লক্ষ্য দিয়েছে কুমিল্লা। দু’দলের সমান ১১ ম্যাচে আটটি করে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। আজ জিতলেই নিশ্চিত কোয়ালিফায়ার। হারলে খেলতে হবে এলিমিটের। 

সেরা দুইয়ে থেকে শেষ করে কোয়ালিফায়ারে জিতলেই ফাইনাল, হারলে মিলবে দ্বিতীয় সুযোগ। ওই লড়াইয়ে রংপুরকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা। 

টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। দুই ওপেনার রিজওয়ান ও লিটন ভালো শুরু করেন। পাঁচ ওভারে ৪৩ রান যোগ করে ওই জুটি ভাঙে। এরপর ফেরেন সুনীল নারিস (৮)। রান বড় করতে পারেননি ইমরুল কায়েসও (১৯)।  

লিটন দাস উড়ন্ত সূচনা করলেও তিন রানের জন্য ফিফটি মিস করেছেন। ৩৩ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। এরপর জাকের আলী ও খুলদিল শাহ দলকে ভালো সংগ্রহ এনে দেন। 

পাঁচে আন্দ্রে রাসেলকে না নামিয়ে কুমিল্লা জাকেরকে নামায়। তিনি ইনিংসের এক বল থাকতে আউট হওয়ার আগে ২৩ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন। খুশদীল শাহ ২০ বলে করেন ৪০ রান। তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। আন্দ্রে রাসেল এক বলের মুখোমুখি হলেও রান করতে পারেননি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2