বরিশাল চায় তৃতীয় স্থান, খুলনার দরকার সান্ত্বনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স। এ ম্যাচে বরিশালের লক্ষ্য তৃতীয় স্থান অর্জন করা হলেও খুলনার চাই শান্তনার আরেকটি জয়। এমন পরিস্থিতিতে টস হেরে ব্যাটিং করছে বরিশাল।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুরকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া। এলিমেনেটর হয়ে রংপুরের এখন অপেক্ষা।
এদিকে সাকিব থাকলেও আজকে ম্যাচে বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে সাকিবদের লক্ষ্য খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আসা। অন্যদিকে আগেই ছিটকে যাওয়ায় খুলনার জন্য এই ম্যাচটি নিয়মরক্ষার।
শেষখবর পাওযা পর্যন্ত খুলনার সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান।
ফরচুন বরিশাল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আনামুল হক বিজয়, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, ডোয়াইন প্রিটোরিয়াস, ইব্রাহিম জাদরান, করিম জানাত এবং চতুরঙ্গ ডি সিলভা।
খুলনা টাইগার্স: শাই হোপ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরি রাব্বি, আন্ড্রু বালবির্নি, সাব্বির রহমান, হাসান মুরাদ, শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দীন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: