আর্জেন্টাইন মিডিয়ার দাবি
জুনে বাংলাদেশে আসতে পারে মেসি

আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনের ১২ থেকে ২০ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলতে পারে। যদিও আর্জেন্টিনা জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তেমন কোন অগ্রগতি হয় নি।
এ ব্যাপারে সন্ধায় এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম জুনে আর্জেন্টিনা দলের আসার ব্যাপারে নিশ্চয়তা তৈরি হয়েছে। আগে এরকম শোনা গেলেও পরবর্তীতে তেমন জানা যায়নি। এখন বোঝা যাচ্ছে কিছুটা অগ্রগতি হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিলের মতো বড় দলগুলো সাধারণত এজেন্টের মাধ্যমে তাদের সফর ঠিক করে। সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয় না। তাই আমরা এখনও বিষয়টি সম্পর্কে অবগত নই।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল ফেডারেশন তাদের সফর সম্পর্কে আপডেট তথ্যও দেয়নি। আমরা স্টেডিয়ামের কাজ চলমান রেখেছি। বাফুফে আমাদের তথ্য দিলে সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে একেক মাসে একেকটি কাজ শেষ করতে পারি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: