বড় জয়ে সিরিজ জিতলো টাইগাররা

লিটন দাসের হাফ সেঞ্চুরি আর তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-০ তে জিতে নিল টাইগাররা।
এর আগে হাসান মাহমুদের বোলিং তোপে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ সূচনা করে বাংলাদেশ। আইরিশদের দেওয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ ওভারে ৮৮ রান কোনো উইকেট না হারিয়ে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
আজ টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের রেকর্ড রান সংগ্রহের পর এদিন শুরুতে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা। সেই চাপ থেকে শেষপর্যন্ত উঠতে পারেনি সফরকারীরা। টাইগার পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০১ রানে অলআইট হয়ে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩টি এবং ছয় ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: