• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাইলফলক স্পর্শের অপেক্ষায় বাংলাদেশ, বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২৭ মার্চ ২০২৩

আপডেট: ১৬:২০, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
মাইলফলক স্পর্শের অপেক্ষায় বাংলাদেশ, বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ

আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শের অপেক্ষায় রয়েছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। রনি-লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। রনি অভিষেক ম্যাচেই ২৪ বলে হাস সেঞ্চুরি পূর্ণ করেন। এদিন নিজেদের করা টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ স্কোরকে ছাড়িয়ে গেছে টাইগরার। এর আগে টাইগারদের তৃতীয় সর্বোচ্চ স্কোর ছিলো মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ২১৫ রান।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের সাগরিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামতেই ঝড় তোলে টাইগার ওপেনাররা। রনি-লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। আইরিশ বোলারদের নাকানিচুবানি খাইয়ে ৬ ওভারে উঠে ৮১ রান। টি২০ তে আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। দলীয় ৯১ রানে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। ২৩ বলে ৪৭ রান করে থামেন তিনি।

লিটনের বিদায়ের পরপরই ফিফটি তুলে নিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা রনি তালুকদার। ৪ চার ও দুই ছক্কায় মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন রনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম। লিটনের পর রনিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শান্ত। ১৩ বলে ১৪ রান করে তিনি আউট হন। এরপর ক্রিজে আসেন শামীম হোসেন। দলীয় ১৫৪ রানে গ্রাহাম হিউমে বোল্ড হন দুর্দান্ত খেলতে থাকা রনি। ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের শেষ এখানেই। তার বিদায়ে ভাঙল শামীমের সঙ্গে ৩৬ রানের জুটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছিলো ২০৭ রান। আর মাত্র ৮ রান করতে পারলেই এটি হবে টি-টোয়েন্টিতে টাইগারদের দলীয় সর্বোচ্চ রান।

১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানে ব্যাটিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2