ক্যাম্পেই কাটছে নারীদের ফুটবলারদের ঈদ

ক’দিন পরেই সিঙ্গাপুরে শুরু হবে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছায়ের খেলা। ফলে কোনো ভাবেই অনুশীলনের বাইরে থাকা সম্ভব নয় রুমাদের। জানা গেছে, বাফুফে ভবনের ক্যাম্পেই ঈদ কাটছে তাদের।
তবে যারা ক্যাম্পের বাইরে আছে তাদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে মিষ্টান্ন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দুপুরে নারীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন গণমাধ্যমকে জানান, চলতি মাসের ২৩ এপ্রিল ফ্লাইট, তাই অনুশীলন বাতিলের সুযোগ নেই। এবারের ঈদে অ-১৭ দলের ফুটবলাররাই রয়েছেন ক্যাম্পে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: