• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীনের বিমান বন্দরে বিড়ম্বনার শিকার মেসি

প্রকাশিত: ১৩:৫২, ১৩ জুন ২০২৩

ফন্ট সাইজ
চীনের বিমান বন্দরে বিড়ম্বনার শিকার মেসি

চীনের বিমান বন্দরে পা রেখেই বিড়ম্বনায় পড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ১৫ জুন বৃহস্পতিবার ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে চীনে গেছে মেসির দল। 

চীনের একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট আনায় বেশ কিছু সময় তাকে বেইজিং বিমানবন্দরে অবস্থান করতে হয়। পরে বিষয়টি সমাধান করে কর্তৃপক্ষ। বিশ্বচ্যাম্পিয়নদের চীনের বেইজিংয়ে বরণ করে নিতে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।  

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় ৬৮ হাজার দর্শকের সৌভাগ্য হবে লিওনেল মেসিসহ বিশ্বচ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখার। 

ম্যাচকে ঘিরে চীনে ইতিমধ্যেই সক্রিয় প্রতারক চক্র। লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে মোটা অঙ্কের অর্থ দাবিসহ কম অর্থে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো লোভনীয় প্রস্তাব দিচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন। এই বিষয়ে জনসাধারণকে সচেতন করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2