• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানালো রোবট

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:০২, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানালো রোবট

১৯৫০ সাল ও ২০১৮ সাল দুই বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ব্রাজিল-সুইজারল্যান্ড। দুইবারের দেখায় একটি দলও জয় পায়নি। ড্রর মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল ম্যাচ দুটি। এবারের বিশ্বকাপেও মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সুইজারল্যান্ড।

সোমবার (২৮ নভেম্বর) রাত দশটায় কাতারের রাজধানী স্টেডিয়াম ৯৭৪ এ মুখো হবে ব্রাজিল-সুইজারল্যান্ড। এই ম্যাচে কে জিতবে তা নিয়ে একটি পূর্বাভাস দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট সফটওয়্যার ‘কাশেফ’।

আরও পড়ুন: 

 

কাশেফের রিপোর্ট বলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। ওদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৬ শতাংশ। বাকি ২৮ শতাংশ আছে ম্যাচ ড্রয়ের জন্য।

বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে কাশেফ। এ জন্য প্রায় ২০০ ধরনের এক লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রায় ৭১ শতাংশ নির্ভুল ভবিষ্যদ্বাণী করছে কাশেফ।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই রোবট সফটওয়্যার এবারের বিশ্বকাপে ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন পর্যন্ত তার করা ৭১ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে গেছে খেলার ফলাফলের সঙ্গে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2