এখনই অবসর নিবেন মেসি? জানালেন নিজেই

৩৫ বছরের শেষে এসে পেলেন বিশ্বজয়ের স্বাদ। এখন তিনি সর্বকালের সেরা হিসেবেও স্বীকৃত। তিনি আর কেউ নন, তিনি লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপের ফাইনালে দলকে ৩৬ বছরের আক্ষেপ ঘুুচিয়েছেন যে নায়ক, তিনি আর কতদিন খেলবেন? এমন প্রশ্ন ঘুরছে চারিদিকে।
তবে তিনি নিজেই জানিয়েছেন এই প্রশ্নের উত্তর। বিশ্বকাপ শেষে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। আর বিশ্বমঞ্চে তাকে দেখা যাবে না। মেসির এমন ঘোষণায় কষ্ট পেয়েছিলেন তার ভক্তরা। কিন্তু শিরোপা জয়ের পর তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন মেসি।
আন্তর্জাতিক ফুটবল খেলে যাবেন— এমনটিই নিশ্চিত করেছেন খোদ মেসি নিজেই। ৩৫ বছর বয়সি মেসির জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনি দুয়ার খোলা রাখছেন। তিনি বলেছেন, মেসি যতদিন ইচ্ছা খেলতে পারবেন। মেসি চাইলে আগামী বিশ্বকাপেও তার জন্য ১০ নম্বর জার্সি বরাদ্দ থাকবে।
গতকাল ম্যাচশেষে গণমাধ্যমকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মেসি বলেন, গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’
ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ঘুচে যাওয়ায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তিনি বলেন, ‘এই মঞ্চ পর্যন্ত আসতে আমাদের প্রচুর ভুগতে হয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এসেছে। এটি নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’
বিভি/এজেড
মন্তব্য করুন: