বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি মাযুল হক ও তার টিমের অসাধারণ সাফল্য

ছবি: হাফিজ সৈয়দ মুহাম্মদ মাযুল হক মুজাদ্দেদী (ডানে) ও তার দল (বামে)
সম্প্রতি কাতারে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের মর্যাদাপূর্ণ শেল ইকো-ম্যারাথন কমিউনিকেশন অ্যাওয়ার্ড, ২০২৫ অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাফিজ সৈয়দ মুহাম্মদ মাযুল হক মুজাদ্দেদীর দল-টিম এনভিশন। প্রতিযোগিতায় দলটি পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (NUST), করাচি ক্যাম্পাসের নেভি ইঞ্জিনিয়ারিং কলেজের (PNEC) প্রতিনিধিত্ব করে। এটি ছিলো এই প্রতিযোগিতার চতুর্থতম আসর।
শেল ইকো-ম্যারাথন বিশ্বের একটি মর্যাদাপূর্ণ আসর যেখানে তরুণ প্রকৌশলী এবং উদ্ভাবকদের জন্য পরিবেশ উপযোগী অতিশক্তি সম্পন্ন গাড়ির ডিজাইন, নির্মাণ এবং পরীক্ষার উপযুক্ত ক্ষেত্র।
টিম এনভিশনের এই কৃতিত্ব পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। যা সমগ্র পাকিস্তানের জন্যেও গর্বের বিষয়। এই বিজয়ী দলের মেধাবী সদস্যদের মধ্যে ছিলেন- হাফিজ সৈয়দ মুহাম্মদ মাযুল হক মুজাদ্দেদী, যার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম এই অসাধারণ কৃতিত্বে বিশেষ অবদান রেখেছে।
এই সাফল্যে ওয়ার্ল্ড মুসলিম মিশনের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ঈদ-ই-মিলাদুন্নবী মিশনের মহাসচিব অধ্যাপক ডক্টর সৈয়দ মুহাম্মদ মুকাদ্দেমুল হক মুজাদ্দেদী টিম এনভিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, হাফিজ সৈয়দ মুহাম্মদ মাযুল হক মুজাদ্দেদীর গর্বিত পিতা ডক্টর সৈয়দ মুহাম্মদ মুকাদ্দেমুল হক মুজাদ্দেদী তার ছেলে এবং দলটির অন্যান্য সকলের জন্যে দোয়া চেয়েছেন। একইসাথে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারের প্রতি আল্লাহর রহমত ও শান্তি কামনা করেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: