উত্তেজনাপূর্ণ ম্যাচে ঋষভের ক্ষোভে মোস্তাফিজদের হার
শেষ ওভারে দিল্লি দরকার ছিলো ৩৬ রান। প্রথম তিন বলে পর পর তিনটি ছয় মেরে রোভম্যান পাওয়েল জমিয়ে দিয়েছেন খেলা। ওই সময়ই চূড়ান্ত নাটক। তৃতীয় বল কোমড়ের উচ্চতার কাছাকাছি ফুলটস ছিল। মাঠের আম্পায়াররা নো বল না দেওয়ায় ক্ষোভপ্রকাশ করে দিল্লি শিবির। ডাগ আউট থেকে ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থরা নো বলের ইঙ্গিত করতে থাকেন। তৃতীয় আম্পায়ারের আবেদন জানান। কিন্তু, সেই আবেদন মাঠের আম্পায়াররা সাড়া না দেয়ায় দিল্লি শিবিরের ক্ষোভের পারদ আরো চড়ে। টিভি রিপ্লেতে দেখা যায় বল পাওয়েলের ব্যাটে লাগার সময় তার উচ্চতা ছিল কোমড়ের সামান্য উঁচুতে।
০৭:১৬ এএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার