আগামীকাল ‘ইন্ডিয়ান আইডল’র ফাইনাল
আগামীকাল (২ এপ্রিল) রবিবার ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়াল আইডল এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ৭ মাসের যাত্রা শেষে জানা যাবে ভারতের নতুন এক আইডলের নাম। এবারের ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য লড়বে ছয় জন প্রতিযোগী। তারা হলেন- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।
১২:০৭ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার