বইমেলায় জামান মনিরের ‘ব্যর্থ উপন্যাস’
অমর একুশের বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনী (৫২২-৫২৪ নম্বর স্টল) থেকে এসেছে জামান মনিরের গল্পগ্রন্থ ‘ব্যর্থ উপন্যাস’। প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। বইটির মূল্য ২২৫ টাকা। মেলা ছাড়াও উপন্যাসটি পাওয়া যাবে রকমারি ডটকমসহ অনলাইন প্ল্যাটফর্মে।
০২:৪৭ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার