চুমু’র শব্দে ঐন্দ্রিলার ‘কান ঝালাপালা’ (ভিডিও)
অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন জুটির প্রেম করছেন দীর্ঘদিন ধরে, তা এখন আর অজানা নয়। এই জুটির রোমান্স দেখে অভ্যস্ত তাদের ভক্তঅনুরাগীরা। তাদের বিয়ে নিয়েও প্রায়ই নানা রকম খবর ও গল্প শোনা গেলেও শেষপর্যন্ত ওই সবই গুজবে পরিণত হয়। আপাতত এ জুটি প্রেম উপভোগে মশগুল।
১০:০৫ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার