ইবিতে আসন খালি রেখেই ১ম বর্ষের ক্লাস শুরু, হয়নি ওরিয়েন্টেশন!
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৮১ আসন খালি রেখেই ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এদিকে নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘কেন্দ্রীয় ওরিয়েন্টেশন বিষয়ে আমার জানা নেই। এখনো ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি, এজন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন হয়তো হয়নি।’
০৫:৪৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার