গাজীপুরে কাউন্সিলর মামুনের টিসিবির পণ্য চুরির প্রতিবাদে সড়ক অবরোধ
টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বাসিন্দারা। রোববার (২৭ মার্চ) সকালে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন মণ্ডলের বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করে সাধারণ মানুষ। এর কিছুক্ষণ পর মিছিল করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় জনগুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
০৩:১৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার