নতুন ক্রিপ্টোমুদ্রা আনলেন ট্রাম্প- মেলানিয়া
নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনলেন মেলানিয়া ট্রাম্প। ডনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রাক্কালে এই ক্রিপ্টোমুদ্রা চালু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই ফার্স্ট লেডি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে এভাবেই নিজের ক্রিপ্টোমুদ্রা চালুর পর উল্লাস প্রকাশ করেন তিনি। ‘অফিসিয়াল মেলানিয়া মিম’-এর ওয়েবসাইটটি বলেছে, সোলানা ব্লকচেইনে তৈরি ও ট্র্যাক করা একটি ক্রিপ্টো সম্পদ এই মেলানিয়া মুদ্রা।
০২:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার