০%-১০০% চার্জ হতে যে ফোন সময় নেয় মাত্র ১০ মিনিট
রিয়েলমি জিটি নিও-৫ ফোনটিকে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দ্রুততম চার্জিং ক্ষমতাসম্পন্ন ফোন বলা হচ্ছে। জিএসএস অ্যারেনার রিপোর্টে বলা হয়েছে, মাত্র ৪ মিনিটের মাথায় ফোনটি 50% চার্জ হতে পারে। তার থেকেও বড় কথা, 0-100% চার্জ হতে ফোনটি৫০ শতাংশ সময় নেয় ১০ মিনিটেরও কম।
০২:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার