টাইটান ডুবোযান উদ্ধারের সবশেষ যা জানা গেল
আটলান্টিকের গভীরে এখনও নিখোঁজ টাইটান ডুবোযান উদ্ধারে বৃহস্পতিবার সারা দিনে যোগ হয়েছে আরও উন্নত সন্ধান সরঞ্জাম। কিছুক্ষণ আগে আমেরিকান কোস্ট গার্ড জানিয়েছে উদ্ধারকারীরা কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, যা এখন খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সময় বিকাল তিনটায় এক সংবাদ সম্মেলন করবে কোস্ট গার্ড।
১১:৫৫ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার