ব্যস্ততা বাড়লেও বিক্রি কম কামারপল্লীতে
স্প্রিং বা কাঁচা লোহাকে কয়লার সাহায্যে হাপড়ে গরম করা, এরপর নির্দিষ্ট ফ্রেমে আনতে চলে হাতুরিপেটা, তারপর শাণ মেশিনে শাণ দেয়া। ঈদুল আযহাকে সামনে রেখে এভাবেই লোহার বিভিন্ন সরঞ্জাম বানাতে ব্যস্ত কাওরান বাজারের কামারপল্লী। কামারেরা দোকানের সামনে শাণ দেওয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রেখেছেন। ভেতরে চলছে তৈরির কাজ।
০৩:২৫ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার