বার্সার কাছে বার্নাব্যুতেই ধরাশায়ী রিয়াল
কোচ জাভি হার্নান্দেজের অধীনে বার্সেলোনা কতটা উন্নতি করেছে, সেটা দেখানোর উপযুক্ত মঞ্চ ‘এল ক্লাসিকো’। চলতি মৌসুমে বার্নাব্যুতে হারেনি কোনো ম্যাচ। অথচ বার্নাব্যুতে সেই রিয়ালকে রীতিমতো ধরাশায়ী করেছে বার্সেলোনা। এদিন গোলের হালি পূর্ণ করেছে রিয়ালের জালে।
১০:১৭ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার