বৈসাবি উৎসবে ভাসছে খাগড়াছড়ির প্রতিটি জনপদ
পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ে সাংগ্রইং, চাকমা সম্প্রদায়ের বিজু আর বাঙালি জনগোষ্ঠীর বাংলা নববর্ষ (বৈ-সা-বি-ন-কে) ঘিরে পুরো খাগড়াছড়ি জেলার প্রতিটি জনপদ আনন্দের রং ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে চলছে নানা খানা-পিনা, নাচ-গান। সে সাথে চলছে পাহাড়িদের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।
১২:৩৪ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার