মাইকিং করে ইলিশ বিক্রি, কেজি মাত্র ২৫০ টাকা!
দরজার কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ। তবে রোজার মধ্যে পহেলা বৈশাখ হওয়ায় কিছুটা হলেও উৎসবে ভাটা পড়েছে। মাটির প্লেটে পান্তা ভাত-ইলিশ মাছের সঙ্গে শুকনো মরিচ দিয়ে খাবার খাওয়া বাঙালির সেই চীর চেনা ঐতির্য্য বৈশাখী উৎসবের তেমনি প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে না। ঈদ খুব কাছাকাছি হওয়ায় বাজেট ঠিক রাখতে অনেকেই বৈশাখী সাজে ও খাবারে তেমন প্রস্তুতি নেয়নি। তবে বাঙালির পরিচয় মেলে উৎসবে পাগল জাতি হিসেবে। এখানে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগান প্রতিফলিত হয় প্রতিটি জাতীয় উৎসবে।
১০:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার